তৃতীয় ধাপে ৯৮৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

তৃতীয় ধাপে ৯৮৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপে দেশের  ৯৮৬ ইউনিয়ন পরিষদ ও নয় পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে । আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকল ইউনিয়নে সব ধরণের সহিংসতা দুর করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউপিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

৯৮৬টি ই্উনিয়েন পরিষধের মধ্যে ৩৩টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি ৯৫৩টিতে কাগজের ব্যালটে ভোটগ্রহণ চলছে।

ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান চার হাজার ৪০৯ জন, সংরক্ষিত সদস্য ১১ হাজার ১০৫ ও সাধারণ সদস্য ৩৪ হাজার ৬৩২ জন। এতে ভোটকেন্দ্র ১০ হাজার ১৫৯ ও ভোটকক্ষ ৬১ হাজার ৮৩০টি। ভোটার রয়েছেন দুই কোটি এক লাখ ৪৯ হাজার ২৭৮ জন। এ ধাপে ভোটের আগেই জয় পেয়েছেন ৫৬৯ জন প্রার্থী। গত চার ধাপের মধ্যে এ ধাপেই সবচেয়ে বেশিসংখ্যক জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন। তাদের মধ্যে এক শ’জন চেয়ারম্যান রয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ এবং সাধারণ সদস্য পদে ৩৩৭ জন রয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ভোটগ্রহণ উপলক্ষ্যে শনিবার পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা মাঠে নেমেছেন। প্রতিটি ইউনিয়ন পরিষদের পুলিশের একটি মোবাইল ফোর্স ও প্রতি তিন ইউনিয়ন পরিষদের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে।