পাবনায় তেল পাম্পে বিস্ফোরণ,আহতদের মধ্যে একজনের মৃত্যু

পাবনায় তেল পাম্পে বিস্ফোরণ,আহতদের মধ্যে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি:পাবনায় জ্বালানী তেলের পাম্পে বিস্ফোরণে আহতদের মধ্যে  এক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা গেছেন।

নিহত ব্যক্তি হলেন-পাবনা সদর উপজেলার নাজিরপুর খন্দকারপাড়া গ্রামের মোঃ গোলজার হোসেনের ছেলে মতিউর রহমান (২১)। তিনি পাম্পের কর্মচারী ছিলেন।

এই ব্যাপারে পাম্পের মালিক জাহাঙ্গীর আলম ও পুলিশ জানায়, বুধবার(২৪ নভেম্বর ) একটি ট্রাকে তেল দেয়ার সময় ট্রাকের উপর থেকে একব্যক্তি সিগারেটের জলন্ত উচ্ছিষ্ট ফেললে সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এতে মতিউর রহমানসহ আরো দুইজন কর্মচারী আহত হন। আহতদেরকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা অবনতি ঘটলে তিনজনকেই ঐদিনই  ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মতিউর রহমান সোমবার (২৯ নভেম্বর ) সকালে সেখানে মারা যান।

পাবনা থানার ভারপ্রপ্তি কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।