ভর্তি আবেদনের সময় ৫ দিন বাড়িয়েছে কুবি

ভর্তি আবেদনের সময় ৫ দিন বাড়িয়েছে কুবি

ফাইল ছবি

কুবি প্রতিনিধিঃ কারিগরি ত্রুটির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা পাঁচদিন বাড়িয়ে ৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভা শেষে নিউজজোনবিডিকে সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের।

অধ্যাপক তাহের বলেন, 'সার্ভার সমস্যা থাকার কারণে অনেক শিক্ষার্থীই আবেদন করতে পারেনি। তাদের বিষয় বিবেচনা করেই আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।' এর আগে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সাথে জরুরি ভিত্তিতে সভা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এমরান কবির চৌধুরী। সভায় দ্রুতসময়ে কারিগরি ত্রুটি সমাধানের নির্দেশ দেন উপাচার্য।

এরপর জরুরি ভিত্তিতে পুরনো সার্ভার পরিবর্তন করে এক মাসের জন্য ডেডিকেটেড সার্ভার কিনে টেকনিক্যাল কমিটি। এজন্য প্রায় একদিন সম্পূর্ণ বন্ধ থাকে আবেদন প্রক্রিয়া। পরবর্তীতে নতুন সার্ভারে 'ডাটা ইন্ট্রিগেশন'র পর গতকাল রাত ৯ টায় আবার সচল হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদনের ওয়েবসাইট।