অসময়ে পশ্চিমবঙ্গে বৃষ্টির আভাস

অসময়ে পশ্চিমবঙ্গে বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

ভারতের ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ তিন দিন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।  এছাড়াও উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, শনিবার থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় বজ্রসহ ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৮ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাইতে পারে পারে৷

বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ থাকবে রোদ ঝলমলে। তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে৷ শুক্রবার থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে সাথে বৃষ্টিও হতে পারে।