তুরস্কে ভয়াবহ ঝড়ে যান চলাচল বন্ধ, নিহত ৬

তুরস্কে ভয়াবহ ঝড়ে যান চলাচল বন্ধ, নিহত ৬

সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহরসহ বিভিন্ন শহরে ভায়াবহ ঝড় সংঘটিত হয়েছে। এতে এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। অর্ধশতাধিক আহত হয়েছেন। গত সোমবার ও মঙ্গলবার ভয়াবহ এ ঝড় হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এর প্রতিবেদনে জানা গেছে।

ডেইলি সাবাহ বলেছে, প্রবল ঝড়ের কারণে তুরস্কের ক্ষতিগ্রস্ত শহরের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বসফরাস সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া ফেরি চলাচল বন্ধ রাখায় তৈরি হয় তীব্র যানজট। 

প্রচণ্ড ঝড়ের কবলে শহরের অনেক গাছপালা উপড়ে পড়েছে। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। ঐতিহ্যবাহী ‘ক্লক টাওয়ার’ ভেঙে পড়েছে। প্রবল ঝড়ের কারণে স্থানীয় সময় সোমবার ৩০টির বেশি ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করা হয়। এসব ফ্লাইটের বেশির ভাগ মঙ্গলবার ইস্তাম্বুলে ফেরত আসে।