দ্বিতীয় টেস্টে আজ কিউইদের মুখোমুখি ভারত

দ্বিতীয় টেস্টে আজ কিউইদের মুখোমুখি ভারত

ফাইল ছবি

প্রথম টেস্টে ড্র করার পর আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা জয়ের খোঁজে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ফিরে আসায় উজ্জীবিত রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। অন্যদিকে হারতে থাকা ম্যাচ ড্র করে আত্মবিশ্বাস তুঙ্গে কিউইদের। এ টেস্টেও ইতিবাচক ফলের আশা টিম সাউদির।

কানপুরে যা হয়েছে তা ভুলে যাওয়া অসম্ভব ভারতের জন্য। জিততে থাকা ম্যাচটা হাত ফসকে বের করে নিয়েছে ব্ল্যাক ক্যাপদের টেল এন্ডাররা। এবার আর সে ভুল করতে নারাজ কোহলি বাহিনী।

অন্যদিকে ভারতের মাটিতে টেস্ট ড্র করায় বাড়তি আত্মবিশ্বাস এসেছে কিউই দলে। ব্যাটসম্যানদের সঙ্গে বোলাররাও ছন্দে থাকায়, জয়ের পথই খুঁজছে সফরকারী দল।

এ ম্যাচের আগে বিরাট কোহলি বলেন, কানপুর টেস্ট নিয়ে ভেবে লাভ নেই। সেটা আমাদের খারাপ দিন ছিল। রাহানে যত কিছু সম্ভব সব করেছে। কিছুই আমাদের পক্ষে আসেনি। নিউজিল্যান্ডকেও কৃতিত্ব দিতে হবে। তারা অসাধারণ ব্যাট করেছিল। 

অন্যদিকে কিউই অধিনায়ক টিম সাউদি বলেন, মুম্বাই এর এ মাঠে আমরা শেষ খেলেছি ১৯৮৮ সালে। ম্যাচটা আমরা জিতেছিলাম। ইতিহাস শুনতে সবসময়ই ভালো লাগে। কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। কানপুর টেস্টও এখন অতীত। আমরা নতুন করে শুরু করব।