১০০ বছর পর এ আলো খুঁজে পেল বিজ্ঞানীরা

১০০ বছর পর এ আলো খুঁজে পেল বিজ্ঞানীরা

ফাইল ছবি

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ১৯১৬ সালে প্রথম মহাবিশ্বে একটি তরঙ্গের খোঁজ পান। এরপর ১০০ বছর কেটে গেছে। বিজ্ঞানীরা পৃথিবী ভেদ করে চলে যাওয়া এরকম তরঙ্গের সন্ধান পেলেন।

অস্ট্রেলিয়ার আর্ক সেন্টার অব এক্সিলেন্স ফর গ্রাভিটেশনাল ওয়েভ ডিসকাভারির বিজ্ঞানীরা এর নানা কারণ খুঁজে পেয়েছেন। 
মহাকাশে এই তরঙ্গ অনেকটা পুকুরে কোনো পাথর ছুঁড়লে জলের তরঙ্গ যেভাবে ছড়িয়ে পড়ে সেরকম।

বিজ্ঞানীরা বলছেন, ব্ল্যাক হোলস বা সুপারনোভার কারণে এরকম তরঙ্গ ওঠে। কোনও সুদূর অতীতে ঘটা বিগ ব্যাংয়ের কারণেও এরকম তরঙ্গের সৃষ্টি হতে পারে।

পৃথিবীর চেয়ে বহু গুণ ভারী মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এ ধরনের সংঘর্ষ ঘটে এই বিশেষ তরঙ্গ বা কম্পনের সৃষ্টি হয়। সূত্র: জি২৪ ঘণ্টা