নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ চারজনেরর মধ্যে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ চারজনেরর মধ্যে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে দগ্ধ  একই পরিববারের চার জনের মধ্যে সোলাইমান (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে।    

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, নিহত সোলাইমানের দগ্ধ স্ত্রী ও দুই শিশু সন্তানের অবস্থা বর্তমানে ভালোর দিকে। তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) ভোরে জেলার আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের সোলাইমানের নিজেদের এক তলা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় আগুনে দগ্ধ হন সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।