নির্বাচনী সংঘর্ষে হতাহতের ঘটনায় পাবনায় একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা

নির্বাচনী সংঘর্ষে হতাহতের ঘটনায় পাবনায় একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি: পাবনায় নির্বাচনী সংঘর্ষে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত এবং গুলিবিদ্ধসহ অন্ততঃ ২৫ জন আহত হওয়ার ঘটনায় ওই ইউনিয়নে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।  

শনিবার সকাল সাড়ে আটটারদিকে দিকে পাবনা সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কোলাদি চারা বটতলায় এলাকায় এই সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান।  
আহতদের মধ্যে ৯ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে তাদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খানের সমর্থক ও নৌকা প্রতিকের আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে  দুই গ্রুপের মধ্যে গুলাগুলির সময় ইয়াছিন আলম এর মধ্যে পড়ে যান।  

আশংকাজনক অবস্থায় ইয়াছিন আলীকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।