প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ইসরাইলি প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ইসরাইলি প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন ইসরাইলি প্রধানমন্ত্রী

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ শীর্ষ পর্যায়ের সরকারি সফরের জন্য যাত্রা করবেন। এরপর সোমবার সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করবেন।তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো বিবৃতি বা তথ্য প্রকাশ করেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আব্রাহাম অ্যাকোর্ড চুক্তির মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত তাদের আনুষ্ঠানিক সম্পর্ক শুরু করে। এরপরই দু’দেশ ভ্রমণ, ব্যবসা ও প্রযুক্তিগত বিষয়ে সম্পর্ক স্থাপন করে ও চুক্তি করে।

ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ও বিবাদের মধ্যে নাফতালি বেনেট এ সরকারি সফরে এসেছেন। এ সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আলোচনা করবেন।

সূত্র : আল-জাজিরা