ইবিতে সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু

ইবিতে সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু

ইবিতে সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মৃৎশিল্পী ফোরামের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী মৃৎশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এতে শিল্পী শহীদুল হাসান একক মৃৎশিল্প প্রদর্শন করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে মালাসেট, চুড়ি, দুল, ঝুমকা, ব্রেসলেটসহ বিভিন্ন প্রকারের দুই শতাধিক নকশার গহনা উপস্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা দেখার পাশাপাশি এসব গহনা ক্রয়ও করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রুহুল কে এস সালেহসহ আয়োজকরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে শিল্পী শহীদুল ইসলাম বলেন, ‘এটি আমার ২৭তম একক প্রদর্শনী। ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন ও ব্যাবহারে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের জন্য বৃহৎ মূল্য ছাড়ে এসব গহনা বিক্রি করছি। মৃৎশিল্প সকল স্থানে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।’