হাসপাতালে ভর্তি হলেন মাহাথির মোহাম্মদ

হাসপাতালে ভর্তি হলেন মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পূর্ণাঙ্গ মেডিক্যাল চেক আপ করানোর জন্য এ ৯৬ বছর বয়সী নেতা মালয়েশিয়ার এক হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ওই হাসপাতালের কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

মালয়েশিয়ার দ্যা ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, মাহাথির মোহাম্মদের পূর্ণাঙ্গ মেডিক্যাল চেক আপ করানো হবে এবং তাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।

কিন্তু, এ বিষয়টি এখনো জানানো হয়নি যে কেন মাহাথির হাসপাতালে ভর্তি হয়েছেন। এমকি তার মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী আরো কয়েক দিনের জন্য হাসপাতালে অবস্থান করবেন।

মাহাথির মোহাম্মদ দীর্ঘ সময় পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ২০০৩ সাল পর্যন্ত একটানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে নির্বাচনে জিতে আরো দু’বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার হৃদরোগ আছে। আগেও তার হার্ট অ্যাটাক হয়েছে। হৃদরোগ প্রশমনে তাকে বাইপাস সার্জারিও করতে হয়েছে।

সূত্র : রয়টার্স