ওমিক্রন রোগী ৩ দিনে দ্বিগুণ হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রন রোগী ৩ দিনে দ্বিগুণ হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতীকী ছবি

সারাবিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যেখানে সামাজিক সংক্রমণ ছড়িয়েছে সেখানে রোগীর সংখ্যা দেড় থেকে তিন দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে।

হালনাগাদ তথ্য দিয়ে ডব্লিএইচও শনিবার (১৮ ডিসেম্বর) জানায়, করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়েছে। ওমিক্রন দ্রুত গতিতে ছড়াচ্ছে জনসংখ্যার ইমিউনিটি উচ্চ স্তরের দেশগুলোতে। তবে এটি কী কারণে ঘটছে তা পরিষ্কার নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের সংক্রমণের তীব্রতা নিয়ে এখনও তথ্যের পরিমাণ সীমিত। তীব্রতার মাত্রা এবং এটি টিকা ও আগে থেকে বিদ্যমান ইমিউনিটি দ্বারা কতোটা প্রভাবিত হয় তা বুঝতে আরও তথ্য দরকার।

সূত্র: রয়টার্স