জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির নির্বাচনী সংলাপ আজ

জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির নির্বাচনী সংলাপ আজ

রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নতুন নির্বাচন কমিশন গঠনে আজ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেল চারটায় বঙ্গভবনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সংলাপ শুরু হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন।

প্রসঙ্গত, বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।