রমেকের আগুন নিয়ন্ত্রণে

রমেকের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ।  দমকল বিভাগের ছয়টি দল আধা ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে সকাল সাড়ে ১০টায় রমেকের মূলভবনে এই আগুন লাগে। ভবনের দ্বিতীয় তলার সাত নম্বর ওয়ার্ডের মানসিক বিভাগের উত্তর-পূর্ব কর্নারের বেড থেকে আগুনের সূত্রপাত হয়।

ওয়ার্ডের ইনচার্জ উম্মে কুলসুম জানান, আগুনের ধোঁয়া দেখেই তারা সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেন। ওই সময় ওয়ার্ডে ৩৮ জন রোগী ছিলেন। তাদেরকে নিরাপদে ভবন থেকে বের করে আনা হয়।

আগুনে মানসিক বিভাগের একটি বিছানা পুড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের স্টোররুম ও ডিউটিরত চিকিৎসকদের কক্ষের মালামাল।

তবে আগুন কেউ হতাহত হয়নি বলে জানায় হাসপাতাল সূত্র।

হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পর জানানো যাবে।

দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগুনের লাগার কারণ সম্পর্কে তদন্তের পর জানা যাবে। তবে মানসিক বিভাগে বৈদ্যুতিক হিটার চলতো। হিটারের সংযোগে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।