থাইল্যান্ডে ফের বিদেশিদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক

থাইল্যান্ডে ফের বিদেশিদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক

থাইল্যান্ডে ফের বিদেশিদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক

বিদেশিদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন ফিরিয়ে আনছে থাইল্যান্ড। মূলত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলাতেই নতুন এই কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে নতুন এই নিয়ম। এতদিন দেশটিতে ‘টেস্ট এন্ড গো’ পদ্ধতি চালু থাকলেও এখন সেটি বাতিল হতে যাচ্ছে। এখন থেকে বিদেশিদের জন্য ৭ থেকে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক থাইল্যান্ডে।

থাইল্যান্ডের সহকারি সরকারি মুখপাত্র রাচাডা ধানাদিরেক বলেন, ২১শে ডিসেম্বরের পর থেকে আর কোনো টেস্ট এন্ড গো পদ্ধতির রেজিস্ট্রেশন থাকছে না। একদিন আগেই থাইল্যান্ডে ওমিক্রনের প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হয়। এরপরই এই ঘোষণা দিয়েছে দেশটি। গত নভেম্বরেই ১৮ মাসের কঠিন বাধানিষেধ শেষ করে বিদেশিদের জন্য সীমান্ত খুলে দেয় থাইল্যান্ড।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অর্থনীতি পর্যটন নির্ভর। ২০১৯ সালে ৪ কোটিরও বেশি পর্যটক গিয়েছিল থাইল্যান্ডে। তবে কোভিডের কারণে এর অর্থনীতিতে বড় সংকট দেখা দেয়। এখন আবার নতুন করে বাধা নিষেধের কারণে পর্যটক আগমনে বড় প্রভাব পড়তে যাচ্ছে। আগামি ৪ জানুয়ারি আবারো এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।