শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

সংগৃহীত

আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলে তার অনুসারীরা এ দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করে থাকে।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে। রাজধানী ঢাকায় শুক্রবার সন্ধ্যায় আলোকসজ্জা আর প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিনের প্রার্থনা সভায় যোগ দিতে শুক্রবার রাত থেকে গির্জাগুলোতে সমবেত হয়েছেন ভক্তরা।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বলেন, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। তাই উৎসব-প্রার্থনায় দিনটি উদযাপন করেন তারা। তবে করোনাভাইরাস মহামারির কারণে বড়দিনের আয়োজনে এবার চাকচিক্য কম।

বড়দিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।