করোনা আক্রান্ত শাবনূর

করোনা আক্রান্ত শাবনূর

করোনা আক্রান্ত শাবনূর

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শাবনূরের ছেলে আইজান সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘জন্মদিনে আম্মুকে পাশে পাচ্ছি না। সবাই দোয়া করবেন। আম্মু হাসপাতালে ভর্তি আছেন।’

শাবনূরের বোন ঝুমুর বলেন, ‘সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তার করোনা টেস্ট করানো হলে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ আজ একটু সমস্যা অনুভব করলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হন।’

প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকেন।

সালমানের অকালমৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সাথে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।