কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

কুষ্টিয়া সদরের ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

পঞ্চম ধাপে আগামীকাল ৪ জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আজ মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম ইউনিয়নগুলোর কেন্দ্রগুলোতে পাঠানো হয়। তবে ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পৌছাবে ভোটের দিন কাল সকালে। এদিন সকাল আটটায় ১১ ইউনিয়নের মোট ১১৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থনসহ শেষ মুহুর্তের সব প্রস্তুতি শেষ হয়েছে।

১১ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীসহ মোট ৫৯ জন চেয়ারম্যান পদে লড়ছেন। ২লাখ ১৬ হাজার ৪শ’ ৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ভোটার ও প্রার্থীদের মনে নানা শংকা থাকলেও তাদেরকে আশ্বস্ত করে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর ইসলাম বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।