দ্বিতীয়বার কারও ওমিক্রন হতে পারে কি?

দ্বিতীয়বার কারও ওমিক্রন হতে পারে কি?

প্রতীকি ছবি

ধরুন কারও ওমিক্রন ভেরিয়েন্টে সংক্রমণ হল। সুস্থও হলেন। কিন্তু আবারও তার ওমিক্রন হতে পারে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মতে, পুনরায় সংক্রমণের যথেষ্ট সম্ভাবনা আছে। 

ওমিক্রন ভেরিয়েন্টের ওপর প্রকাশিত একটি নোটে, ডব্লিউএইচও জানিয়েছে, ভেরিয়েন্টটি আক্রান্তদের পূর্বের অনাক্রম্যতা এড়াতে পারে। যার অতীতে কোভিড ছিল তাদেরও সংক্রামিত করতে পারে। যারা টিকা পাননি এবং যারা অনেক মাস আগেই টিকা নিয়েছেন, তাদের ঝুঁকি বেশি।  

কোভিডজয়ীদের ডেল্টার তুলনায় ওমিক্রন দ্বারা পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৩ থেকে ৫ গুণ বেশি। গত মাসেই ডব্লিউএইচও তার ওয়েবসাইটে প্রকাশিত নোটে জানিয়েছিল। 

এটিও অবশ্য যোগ করা হয়েছে যে, ওমিক্রনে উপসর্গের তীব্রতা এখনো অজানা। ডেল্টার চেয়ে আরও গুরুতর রোগ হবে কি না, তার কোনো প্রমাণ মেলেনি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস