টেস্টেও ফ্রি হিটের পরামর্শ ডেল স্টেইনের

টেস্টেও ফ্রি হিটের পরামর্শ ডেল স্টেইনের

ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন লাল বলের ক্রিকেটেও ফ্রি হিটের নিয়ম চালুর পরামর্শ দিয়েছেন। বোলাররা নো বল করলে ও ফ্রি হিট পেলে নিচের দিকের ব্যাটসম্যানরা বেশি বল খেলার সুযোগ পাবেন, এমন ভাবনা থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট চলাকালে এই পরামর্শ দিলেন স্টেইন।

সাধারণত নো বল হলে ফ্রি হিটে শুধু রানআউট ছাড়া আর কোনোভাবে ব্যাটসম্যানদের আউট করার সুযোগ থাকে না ফিল্ডিং দলের। সেক্ষেত্রে হাত খুলে বল মারার সুযোগ থাকে ব্যাটসম্যানদের। তাছাড়া একটি বাড়তি বলও খেলা হয়ে যায়।

বুধবার স্টেইন টুইট করে এমন ভাবনার কথা জানান, ‘টেস্ট ক্রিকেটে নো বলের জন্য ফ্রি হিট, আপনারা কী ভাবছেন? অবশ্যই বোলারদের (যখন ব্যাটিংয়ে) টিকে থাকতে সহায়তা করবে এটি। যখন ওভার বেড়ে দাঁড়াবে ৭-৮ বলের এবং মাঝেমধ্যে তো আমরা ৯ বলেরও ওভার হতে দেখেছি। একজন শীর্ষ মারাত্মক ফাস্ট বোলারের বিরুদ্ধে টেল এন্ডারদের জন্য ৬ বল মোকাবিলা করা অনেক কঠিন।’