শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার(১৮ জানুয়ারি )সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 'বিশ্ববিদ্যালয় অনিরাপদ কেন? শিক্ষার্থীরা রক্তাক্ত কেন? স্বৈরাচার উপাচার্যের পদত্যাগ চাই' সাস্ট কেন রক্তাক্ত?' প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বক্তব্যে বক্তারা বলেন- 'বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের নিরাপদ স্থান। স্বাভাবিকভাবেই কোন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রশাসনের কাছে যাবে। কিন্তু প্রশাসন দাবি পূরন না করে উল্টো হামলা করতেছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি স্বৈরাচার উপাচার্যের পদত্যাগ চাই'।