স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

প্রতীকী ছবি

স্পেনের পূর্বাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির জরুরি সেবা বিভাগ।

আঞ্চলিক ফায়ার সার্ভিস এক টুইটার পোস্টে জানায়, মঙ্গলবার মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকার বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ৬টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে।

পরে এক টুইট বার্তায় জানানো হয়, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এসময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল কর্মীরা আগুন থেকে ২৫ জনকে উদ্ধার করেছে এবং বাকি ৭০ জন বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তারা।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, প্রাথমিক তদন্তে একটি অক্সিজেন ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি