ঝুমা চিড়িয়াখানা থেকে বিভিন্ন ধরণের বণ্য প্রাণী উদ্ধার,আটক এক

ঝুমা চিড়িয়াখানা থেকে বিভিন্ন ধরণের বণ্য প্রাণী উদ্ধার,আটক এক

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: যশোরে ভ্রাম্যমান আদালত ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাওড়ের ভাসমান সেতুর পাশে ঝুমা চিড়িয়াখানা থেকে বিভিন্ন ধরণের বণ্য প্রাণী উদ্ধার ও একজন আটক।

র‌্যাব জানায়, উক্ত এলাকায় অবৈধভাবে বন্য প্রাণী আটক করে তা চিড়িয়াখানায় প্রদর্শন করা হচ্ছে,এই  সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভ্রাম্যমান আদালত আজ যৌথভাবে অভিযান চালিয়ে চিড়িয়াখানাটি থেকে বিভিন্ন ধরনের পাখি,সজারু,উল্লুক,মেছো বাঘ,বন বিড়াল,সাফ বানর,হনুমান সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী উদ্ধার করে এবং চিড়িয়াখানার  মালিক সামসুদ্দিন সরদারকে আটক করে। ভ্রাম্যমান আদালত তাকে দু’মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে । আটককৃত সামসুদ্দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তালেব আলী সরদারের পুত্র। ২০১৭ সালে ঝাঁপা বাওড়ের উপরে ভাসমান সেতু নির্মান হওয়ার পর সে বাওড়ের পশ্চিম পাড়ে জমি ইজারা নিয়ে ঝুমা চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা করে। অভিযানে র‌্যাব-৬  এর পক্ষ থেকে  খুলনা সদর দপ্তরের এসপি মাহফুজ,লেফটেন্যান্ট আজাদ উপস্থিত ছিলেন এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মনিরামপুরের সহকারী ভুমি কমিশনার হরেকৃষ্ণ অধিকারী । পরে উদ্ধারকরা প্রাণীগুলি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের পরিদর্শক রাজু আহমেদের হেফাজতে দেয়া হয়।