বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওই ইউনিয়নের ঢাকা-বরগুনা মহাসড়কের গলাচিপা বাজারে ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসছিল সোনারতরী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরগুনা রুটের গলাচিপা নামক স্থানে আসলে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ২০ জনই আহত হন। তাদের মধ্যে গুরতর আহত হন ১২ জন।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদেরকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে গুরুতর আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।