নোমান প্রধানের কবিতা ‘আকুতি’

নোমান প্রধানের কবিতা ‘আকুতি’

নোমান প্রধান

আজ মিথ্যা প্রেমের বানোয়াট প্রতিশ্রুতি

আর নেতাদের ওয়াদা বয়কটের সময়।

পুরনো দিনের স্মৃতিচারণ থামিয়ে,

আজ অবধি হয়ে যাওয়া সকল ক্ষতি

মেনে নিয়েই বলছি; আর নয়।

আজকের কবিদের প্রতি পূর্ণ সম্মান ও অনাস্থা দেখিয়ে বলছি,

সূর্য কুসুম বরণ ধারণ করলে,

দায়ী হবে তোমাদের কালি ও কলম।

যদি সাদা ক্যানভাসে স্বাধীনতা আঁকা থাকে বাকি,

অতৃপ্ত হয়ে ঝুলে থাকবো ঠিক কেয়ামত অবধি।

শেষ উক্তিতে সব কথা বলা হবে না শেষ তবুও,

আকুতিরা বুক পেরিয়ে আসুক শেষ নিঃশ্বাসের মতন

খুলে যাক, কমরেডের প্রিয় গ্রেনেডের সেফটি পিন

আর বিষ্ফোরিত হোক মজদুরের না বলা যাতন।