ভারতে কমল দৈনিক আক্রান্ত, ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা

ভারতে কমল দৈনিক আক্রান্ত, ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা

ভারতে কমল দৈনিক আক্রান্ত, ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা

জানুয়ারির শেষ থেকেই ভারতে করোনার প্রকোপ কমা শুরু করবে। ধারণা ছিল বিশেষজ্ঞদের। বাস্তবে হচ্ছেও তাই। গত কয়েক দিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী ট্রেন্ড শুরু হয়েছে।

সেই ট্রেন্ড বজায় রেখে মঙ্গলবার বাজেটের দিন একধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ দিন বাদে দৈনিক আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছে ২ লাখের অনেক নিচে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৯ জন। যা আগের দিনের থেকে অনেক কম। এদিন দেশের পটিজিভিটি রেটও কমে হয়েছে ১১.৬৯ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের।

পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা। তবে, কেরালা ও কর্ণাটকের দৈনিক আক্রান্তের সংখ্যাটা এখনো চিন্তার। আক্রান্ত কমলেও দৈনিক মৃতের সংখ্যাটা ভয় ধরানোর মতো। সব রাজ্যেই মৃত সংখ্যা ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯২ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ২৪২ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন