রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।  

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন ।

 তিনি  জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে একজন  ও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এই পাঁচ জনের মধ্যে তিন জন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩০ বছরের মধ্যে। দু'জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দু'জনের বয়স ৬১ বছরের ওপরে।

এদিকে, গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯৭ শতাংশ।