জেলেদের জালে মাথার খুলি ও দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ

জেলেদের জালে মাথার খুলি ও দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ

জেলেদের জালে মাথার খুলি ও দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ

পাবনা প্রতিনিধি: মৎসজীবীদের জালে পাওয়া মাথার খুলিটি কার? এমন প্রশ্ন প্রত্যক্ষদর্শীদের। পাবনার ভাংগুড়া উপজেলার কৈডাঙ্গা এলাকার গুমাণী নদীতে মৎসজীবীদের জালে বস্তাবন্ধী মাথার খুলিসহ দেহের অঙ্গ প্রতঙ্গের অস্থিসমূহ পাওয়ার পর কে কখন নিখোঁজ হয়েছেন-এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

বুধবার (০২ ফেব্রুয়ারি) স্থানীয় লোকজন কৈডাঙ্গা ২৪ নং রেল ব্রিজের নিচে নদীতে মৎসজীবীরা বস্তাবন্ধী দেহাবশেষ উদ্ধার করে নদী থেকে। পরে পুলিশ সেটি থানায় নিয়ে যায়।

মৎসজীবীরা জানান, নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় বস্তাবন্ধী একটি মাথার খুলিসহ অঙ্গ-প্রতঙ্গের অস্থিসমূহ দেখতে পান। পরে তারা বস্তাটি তুলে খুলে দেখতে পায় মানুষের মাথার খুলিসহ দেহের বিভিন্ন অঙ্গের হাড় ও কঙ্কাল।

ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে সেখান থেকে বস্তাসহ দেহাবশেষ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। 

পুলিশের ধারণা কোন দুষ্কৃতকারীরা হত্যার পর মৃতদেহটি বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে। গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করা হবে বলেও তিনি জানান।