মাদরাসা স্তরে ইংরেজি শিক্ষা শিরোনামে পিএইচডি লাভ করলেন ইসলাম শফিক

মাদরাসা স্তরে ইংরেজি শিক্ষা শিরোনামে পিএইচডি লাভ করলেন ইসলাম শফিক

মাদরাসা স্তরে ইংরেজি শিক্ষা শিরোনামে পিএইচডি লাভ করলেন ইসলাম শফিক

মাদরাসা স্তরে ইংরেজি শিক্ষা শিরোনামে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন এমএস ইসলাম শফিক। সোমবার (৭ ফেব্রুয়ারি ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

এমএস ইসলাম শফিক English language teaching(ELT) in Madrasah education of Bangladesh: A search for an effective method. বিষয়ে প্রফেসর ড. মোঃ লোকমান হোসেনের তত্ত্বাবধানে গবেষণা করেন। তার পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ । বহিরাগত বিশেষজ্ঞ সদস্য ছিলেন আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর ড. মোঃ ইসমাইল।

এমএস ইসলাম শফিক মাদ্রাসা হতে আলিম পাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ডেফোডিল ইউনিভার্সিটি, দারুল ইহসান ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওমান সাহাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জামালপুর জেলা দিন ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামের আলহাজ্ব মোর্শেদুর রহমান সরদার এর চতুর্থ ছেলে।