পাবনায় বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পাবনায় বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ইঞ্জিনিয়ার শামসুর রহমান (৫৫)

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলায় নিজ বাড়ির রান্না ঘর থেকে ইঞ্জিনিয়ার শামসুর রহমান (৫৫) নামে এক বিএনপি  নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তন্তর করা হয়। এর আগে সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শামসুর রহমান সুজানগর পৌরসভার মানিকদীর নাদের মোড় এলাকার মৃত তোয়াজ উদ্দিন প্রামাণিকের  ছেলে এবং সুজানগর পৌর বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, পরিবারের সঙ্গে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত তার। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্টের পরে মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।