পাবনায় জেলা পুলিশের সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ

পাবনায় জেলা পুলিশের সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ

পাবনায় জেলা পুলিশের সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ

ঊর্ধ্বমুখী করোনার বিস্তার রোধে পাবনায় সচেতনতামূলক মানববন্ধন ও মাস্ক বিতরণ করেছে পাবনা জেলা পুলিশ।আজ সকালে পাবনা প্রেসক্লাবের সামনে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে এ মানববন্ধনে অংশ  নেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, রোকনুজ্জামান সরকার ও পুলিশের জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে প্রায় ৫ হাজার মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিয়ত সচেতনমূলক মানববন্ধন ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।  

ঊল্লেখ্য, পাবনায় বেশকিছুদিন ধরে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পুলিশের পাশাপশি  বিভিন্ন সংস্থা ও ব্যক্তি ঊদ্যোগে সচেতনামূলক কর্মকান্ডসহ মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যবহারে অনাগ্রহদের জরিমানাও করা হয়ে থাকে। কিন্তু তারপরও রাস্তাঘাট, হাটবাজার, ব্যবসাবাণিজ্য কেন্দ্র, দোকানপাটে, চলাফেরায় মাস্ক ব্যবহারে অনাগ্রহ দেখা যায়।