ভারতে দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারেরও নিচে

ভারতে দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারেরও নিচে

ফাইল ছবি

টিকাকরণের উচ্চহার এবং সচেতনতার সুফল পাচ্ছে ভারত। দেখতে দেখতে ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এল ২০ হাজারেরও নিচে। একেবারে তলানিতে ভারতের দৈনিক পজিটিভিটি রেট। তবে, এসব স্বস্তির মধ্যেও রয়েছে চিন্তার খবর। হঠাৎ করেই এদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এই মুহূর্তে ভারতে করোনার পজিটিভিটি রেট ১.৬৮ শতাংশ। এই পজিটিভিটি রেটও আগের দিনের থেকে বেশ খানিকটা কম। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ গত কয়েক সপ্তাহের তুলনায় কমলেও এখনও চিন্তায় রাখছে ভারতে মৃত্যুহার। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ভারতে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জন।

তবে স্বস্তি দিয়ে একলাফে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ১৮৭। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ২৯ হাজারের বেশি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে করোনাজয়ীরা। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত ভারতে প্রায় ১৭৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৩০ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষ ৮৭ হাজারের কাছাকাছি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

 সূত্র: সংবাদ প্রতিদিন