বাল্টিক দেশগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া

বাল্টিক দেশগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া

ছবি: সংগৃহীত

বাল্টিক অঞ্চলের দেশগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এসব দেশের ট্রানজিট ফ্লাইটগুলোও এখন রাশিয়ার ওপর দিয়ে উড়তে পারবে না।

এর আগে শনিবার সকালে বাল্টিক অঞ্চলের লাটভিযা, এস্টোনিয়া ও লিথুয়ানিয়া ঘোষণা করে যে তারা রুশ বিমানগুলোকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না।
যুক্তরাজ্য, জার্মানিসহ আরো কয়েকটি দেশ আগেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবার রাশিয়া ওইসব দেশের জন্য তার আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করে বদলা নিলো।
শনিবার রাশিয়ার ফেডারেল এয়ার ট্রানজিট অ্যাজেন্সিট রোসাভিয়াতি জানায়, তারা লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্টোনিয়অ ও স্লোভানিয়ার বিমানগুলোর জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিচ্ছে।

বুলগেরিয়া, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের ওপর আগেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সূত্র : বিবিসি