নো-ফ্লাই জোনের আহ্বান প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

নো-ফ্লাই জোনের আহ্বান প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

রুশ বোমা হামলা বন্ধ করতে ইউক্রেনে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এমন কিছু করা হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িতে পড়বে।

এদিকে যুদ্ধ বিরতির লক্ষ্যে বেলারুশে তাদের এক আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল। বোঝাপড়া নিয়ে কিছু জানা যায়নি।

আর ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে খেলাধুলার সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। খেলাধুলার বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে আইওসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

সূত্র : আল জাজিরা ও বিবিসি