পাবনায় মৌমাছির কামড়ে শিক্ষকের মৃত্যু

পাবনায় মৌমাছির কামড়ে  শিক্ষকের মৃত্যু

মৌমাছির কামড়ে মৃত্যু সাইদুর রহমান (৪৭)

পাবনা প্রতিনিধি:পাবনায় মৌমাছির কামড়ে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। জেলার সুজানগর উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মৌমাছির আক্রমণের শিকার হন। মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামে ওই শিক্ষকের মৃত্যু হয়। বুধবার (০২ মার্চ) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিক্ষক সাইদুর রহমান সুজানগর উপজেলার মৃত নিফাজ উদ্দিনের ছেলে।

প্রধান শিক্ষকের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীর মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে।

সুজানগর  উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, বুধবার দুপুর দুইটার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে বিদ্যালয়ের সামনের মৌমাছির চাক থেকে উড়ন্তÍ মৌমাছি তাকে কামড়ায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একজন ভাল দক্ষ শিক্ষক ছিলেন। এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

এ ঘটনায় উপজেলার শিক্ষকদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে বলেও জানান তিনি।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিয়য়টি শুনেছেন বলে জানান।