ইউক্রেনে নো-ফ্লাই জোনের প্রস্তাব প্রখ্যাখ্যান ন্যাটোর

ইউক্রেনে নো-ফ্লাই জোনের প্রস্তাব প্রখ্যাখ্যান ন্যাটোর

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন আরোপের যে প্রস্তাব দেয়া হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ন্যাটো। এর তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার আরো আগ্রাসনের বিষয়টি জেনেও ন্যাটো এই সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টি এক ভিডিওবার্তায় বলেন, নতুন হামলা ও হতাহত অনিবার্য জেনেও ন্যাটো পরিকল্পিতভাবে ইউক্রেনের আকাশ বন্ধ করেনি।

তিনি বলেন, নো-ফ্লাই জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করে আজ জোটের নেতৃত্ব ইউক্রেনের নগর ও গ্রামগুলোর ওপর আরো হামলা চালানো সবুজ সঙ্কেত দিয়েছে।

সূত্র: আল জাজিরা