কিয়েভেই আছেন জেলেনস্কি

কিয়েভেই আছেন জেলেনস্কি

কিয়েভেই আছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাননি, রাজধানী কিয়েভেই অবস্থান করছেন।শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত নিজের অফিসে ধারণ করা এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘দুই দিন পরপরই খবর আসে আমি না কি আমার অফিস ছেড়ে, কিয়েভ ছেড়ে, ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছি। আপনারা দেখছেন আমি আমার জায়গাতেই আছি। আন্দ্রে বরিসোভিচ ইয়েরমাক (প্রেসিডেন্ট দফতরের প্রধান) এখানে আছেন। কেউই কোথাও পালাননি। এখানে আমরা কাজ করছি।’

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : সিএনএন