৫ সহকর্মীকে গুলি করা হত্যা করলো বিএসএফ সদস্য

৫ সহকর্মীকে গুলি করা হত্যা করলো বিএসএফ সদস্য

৫ সহকর্মীকে গুলি করা হত্যা করলো বিএসএফ সদস্য

ভারতের পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক মেসে ঝগড়া থেকে সতীর্থদের গুলি করেছেন বিএসএফের এক কনস্টেবল। রোববার সকালের এই ঘটনায় পাঁচ বিএসএফ সৈন্য নিহত হয়েছেন।

বিএসএফের সূত্রে জানা যায়, পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে অবস্থিত বিএসএফের মেসে গুলির এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিএসএফ জানায়, আক্রমণকারী বিএসএফ কনস্টেবল এই ঘটনায় নিহত হয়েছেন।

বিএসএফ থেকে জানানো হয়, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে রোববার সকালে সাতেপ্পা এসকে নামে এক কনস্টেবল আচমকা সতীর্থদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। তার জেরেই হতাহত হন কয়েক জন সৈন্য।

আহত সৈন্যদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করানো হয়। তবে চার সৈন্যের মৃত্যু হয়েছে। অপরদিকে নিহত হয়েছে সাতেপ্পা নামের ওই কনস্টেবলও।

ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে বিএসএফ জানায়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রোববার সকালে কোনো বিষয় নিয়ে সতীর্থদের সাথে ঝগড়ার মধ্যেই আচমকা নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়ে বসেন কনস্টেবল সাতেপ্পা। যদিও কোন পরিস্থিতিতে ওই সৈন্য গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্র : আনন্দবাজার