ইউক্রেনে সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া

ইউক্রেনে সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া

ইউক্রেনে সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে রাশিয়া

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শহুরে যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইউক্রেনের সাথে যুদ্ধের ক্ষেত্রে নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভকে কেন্দ্র করে শহুরে যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিবে রাশিয়া। সিরিয়ান যোদ্ধাদেরকে চুক্তির আওতায় নিয়োগ দেয়া হবে। তারা নির্দিষ্ট সময়ের জন্য অর্থ পাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওই চার সরকারি কর্মকর্তা আরো বলেছেন, কতজন সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দেয়া হবে, কিভাবে নিয়োগ দেয়া হবে এবং কখন তাদের ইউক্রেনে পাঠানো হবে তা জানা যায়নি।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, বিভিন্ন দেশের ১৬ হাজার বিদেশী যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়বেন।

সূত্র : আনাদোলু এজেন্সি