থাপ্পড় দিয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাবনা ছাড়া করার হুমকি এমপির বিরুদ্ধে

থাপ্পড় দিয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাবনা ছাড়া করার হুমকি এমপির বিরুদ্ধে

থাপ্পড় দিয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাবনা ছাড়া করার হুমকি এমপির বিরুদ্ধে

পাবনায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দেরি হওয়ায় পাবনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানকে থাপ্পড় দিয়ে পাবনা করার হুমকি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে নিজেই অভিযোগটি করেন। বর্তমানে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলির কথপোকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পাবনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহান অভিযোগ করেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুষ্ঠানে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিকে প্রধান অতিথি করা হয়েছিল। দাপ্তরিক ব্যস্ততার কারণে আমন্ত্রণপত্র দিতে একটু দেরি হয়। সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা আমাকে ফোন করেন। জানতে চান, সংসদ সদস্যকে কেন চিঠি দেওয়া হয়নি? তখন আমি তখন তাকে জানাই যে, সব চিঠি পাঠানো হচ্ছে। ঠিক এ সময় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ভাইস চেয়ারম্যানের কাছ থেকে ফোন নিয়ে আমাকে গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে আমাকে থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করবেন বলে ধমক দেন।

তিনি বলেন আমার কাজে অনিয়ম, ভুল-ত্রুটি পেলে তিনি (সংসদ সদস্য) বকা দিতে পারেন, প্রশাসনিক ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারেন। কিন্তু থাপ্পড় দেওয়ার কথা বলতে পারেন না। আমার মা-বাবাও তো কখনও আমাকে থাপ্পড়  দেননি। অথচ নারী দিবসে আমাকে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে হল। আমি এখানে সরকারের দায়িত্ব পালন করতে এসেছি, নারী দিবসের দিনে থাপ্পড় খেতে নয়। ঘটনার পর থেকে আমি মানসিকভাবে-শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। সকাল থেকেই আমার প্রেসার বেড়ে গেছে। টেনশন কাজ করছে। আমি আমার উপর মহলে বিষয়টি অবগত করেছি।

মহিলা বিষয়ক কর্মকর্তা যখন এ অভিযোগ করছিলেন, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোখলেসুর রহমান। পেছনে টানানো ব্যানারে দেখা যায়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য নাদিরা ইয়াসমীন জলির নাম রয়েছে।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌখিকভাবে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তাকে দুর্নীতি পরায়ণ, স্বেচ্ছাচারি। মহিলা এমপি হওয়া সত্বেও নারী দিবসের অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা আমাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনে করেননি। নারী সমাজের প্রতিনিধিকে অপমান, অবজ্ঞা, তাচ্ছিল্য করেছে।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোখলেসুর রহমান বলেন,“ মহিলাবিষয়ক কর্মকর্তা সভায়  মৌখিকভাবে অভিযোগ করেছেন। এ ব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”