বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, আটক ৫ কিশোর গ্যাংকে জেল হাজতে প্রেরণ

বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, আটক ৫ কিশোর গ্যাংকে জেল হাজতে প্রেরণ

বিকাশ এজেন্টের টাকা ছিনতাই, আটক ৫ কিশোর গ্যাংকে জেল হাজতে প্রেরণ

পাবনার ঈশ্বরদীতে টাকাসহ আটককৃত ৫ কিশোর গ্যাং সদস্যকে শনিবার (১২ মার্চ ) আদালত জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হওয়ার চার ঘণ্টার ব্যবধানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যসহ টাকা উদ্ধার করেছে রূপপুর ফাঁড়ির পুলিশ।  এসময় ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাই হওয়া ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) রাত ৮টায় ঈশ্বরদী থানায় ছিনতাই এবং অস্ত্র আইনে দু’টি মামলা নথিভুক্ত হয়। শনিবার (১২ মার্চ) আদালতের মাধ্যমে কিশোর গ্যাং সদস্যদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এতথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নুরুল্লাপুর রাজ্জাক মৃধার বাড়ির সামনে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বুরামপুর গ্রামের রবি বিশ্বাসের  ছেলে রিমেল বিশ্বাস (২০),  মৃত সেন্টু বিশ্বাসের ছেলে রোহান বিশ্বাস (২০) কামালপুর গ্রামের মৃত মজনু মোল্লার  ছেলে রনি মোল্লা (২০) নুরুল্লাপুর গ্রামের ছলিম সরদারের ছেলে সুজন আলী (২৮) পাকশী ইউনিয়নের চর-রূপপুর গ্রামের সিরাজুল বিশ্বাসের লিমন বিশ্বাস (২১)

(ওসি) আসাদুজ্জামান আসাদ আরো বলেন, ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে বিকাশ এজেন্ট ব্যবসায়ীর টাকা ছিনতাই হওয়ার মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে ছিনতাই হওয়া টাকা ও অস্ত্র উদ্ধার করেছি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ছিনতাই ও অস্ত্র আইনে দু’টি মামলা নথিভুক্ত হয়েছে। 

শনিবার (১২ মার্চ) আদালতের মাধ্যমে কিশোর গ্যাং দলের পাঁচ সদস্যকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে ।  ঈশ্বরদী থানা পুলিশ কিশোর গ্যাং সদস্যদের অপরাধ দমনে বিট পুলিশের মাধ্যমে কাজ অব্যাহত রেখেছে। পুলিশের পাশাপাশি এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।