ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, জেলেনস্কির কালো দিবস

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলা, জেলেনস্কির কালো দিবস

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলার নিন্দা করে কালো দিবস ঘোষণা করেছেন ভলোদিমির জেলেনস্কি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পোল্যান্ড সীমান্ত থেকে ২৫ কিলোমিটারের কম দূরত্বে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের এ সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করার পর কালো দিবস ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার রাতে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইয়াভোরিভ সামরিক ঘাঁটিতে রাশিয়া ৩০টি রকেট হামলা করেছে রাশিয়া। এ রুশ হামলায় ৩৫ ব্যক্তি (ইউক্রেনীয় সেনা) নিহত এবং আরো ১৩৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনের এ সামরিক ঘাঁটিতে রুশ হামলার পর পশ্চিমা নেতাদের সতর্কও করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে আক্রমণের বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ওপর রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিষয়টা হয়ত গুরুত্ব পাবে।

সূত্র : আল-জাজিরা