রুশ টিভিতে প্রতিবাদ জানানো নারীকে ‘১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ'

রুশ টিভিতে প্রতিবাদ জানানো নারীকে ‘১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ'

রুশ টিভিতে প্রতিবাদ জানানো নারীকে ‘১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ'

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ‘চ্যানেল ওয়ান'-এর লাইভ অনুষ্ঠান চলাকালে একটি প্ল্যাকার্ড হাতে হঠাৎই পর্দায় হাজির হন রুশ নারী মারিনা ওভিসসাইয়েনিকোভা৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘‘যুদ্ধ থামান৷ তাদের অপপ্রচার বিশ্বাস করবেন না৷ তারা আমাদের মিথ্যা বলছে৷''

চ্যানেল ওয়ানের এই কর্মীর সোমবারের এমন প্রতিবাদ রাতারাতি ভাইরাল হয়ে যায়৷ খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই প্রতিবাদের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন৷সেই ঘটনার পর মারিনাকে আটক করা হয়৷

আটকাবস্থা থেকে মুক্তির পর মারিনা ওভিসসাইয়েনিকোভা বলেন, ‘‘দিনগুলো আমার জীবনের অত্যন্ত কঠিন সময় ছিল, কেননা, আমাকে টানা দুইদিন না ঘুমিয়ে কাটাতে হয়েছে৷ ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেসময় তারা আমার পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি৷ এমনকি কোনো আইনি সহায়তাও পাইনি৷''

ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ জানিয়েছেন, ওভিসসাইয়েনিকোভা যা করেছেন তা ‘গুন্ডামি'৷ আপাতত তাকে ২৪৬ ইউরো জরিমানা করা হয়েছে৷ তবে ভবিষ্যতে তিনি কারাভোগের শাস্তি পেতে পারেন বলেও জানিয়েছেন পেসকভ৷

ক্রেমলিন সম্প্রতি একটি কঠোর আইন চালু করেছে, যেখানে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির বিবেচনায় কেউ ভুল তথ্য বা ‘ভুয়া খবর' ছড়ালে তাকে ১৫ বছর অবধি কারাদণ্ড দেয়ার সুযোগ রয়েছে৷ ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ' বললে সেটাও এই আইনে অপরাধ হিসেবে বিবেচিত হবে৷মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা মারিনা ওভিসসাইয়েনিকোভাকে এই আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হতে পারে৷

সূত্র : ডয়চে ভেলে