রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) গত ২৪ ঘণ্টায় করোনার পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে করোনা ই্উনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দু’জন রাজশাহীর বাসিন্দা। করোনা নেগেটিভ হওয়ার পর স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালে দুই নারী মারা গেছেন। এদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

রামেক করোনা ইউনিটে শুক্রবার ভর্তি রয়েছে ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। আর করোনার উপসর্গ নিয়ে ৬ জন। করোনা নেগেটিভ হওয়ার পর স্বাস্থ্য জটিলতা নিয়ে ২ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ জন, এ ছাড়াও নতুন ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৫১টি করোনার নমুনা পরীক্ষা করা হয় যেখানে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।