ইউক্রেনে রুশ নৌবাহিনীর শীর্ষ কমান্ডার নিহত

ইউক্রেনে রুশ নৌবাহিনীর শীর্ষ কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রোববার রাশিয়ার সেভাস্তোপল সমুদ্রবন্দরের গভর্নর ওই রুশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সেভাস্তোপল সমুদ্রবন্দরের গভর্নর মিখাইল রাজভোজায়েভ তার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে বলেছেন, পূর্ব ইউক্রেনের সমুদ্রবন্দর মারিউপোলে যুদ্ধ চলার সময় রুশ নৌবাহিনীর শীর্ষ কমান্ডার আন্দ্রেই পালি মারা যান। ক্যাপ্টেন পদে দায়িত্ব পালন করা আন্দ্রেই পালি ছিলেন রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের সহকারী কমান্ডার।

রাশিয়ার নৌবাহিনী তাদের এ শীর্ষ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সেভাস্তোপল সমুদ্রবন্দর হলো রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের প্রধান ঘাঁটি। ক্রিমিয়া উপদ্বীপে এ সমুদ্রবন্দরটি অবস্থিত। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া এ ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়।

সূত্র : ডেইলি সাবাহ