অনি‌র্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা

অনি‌র্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী‌তে কার্গো জাহাজের ধাক্কায়  যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে অ‌নির্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপক্ষ (‌বিআই‌ডব্লিউ‌টিএ)।

সোমবার (২১ মার্চ) থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।  এ‌তে যাত্রীরা দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন। অনেক যাত্রী লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষ‌য়টি না জানায় ঘা‌টে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চলে যাচ্ছেন।

প্রসঙ্গত, রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। এরপর থে‌কেই‌ বিআই‌ডব্লিউ‌টিএ কর্তৃপক্ষ চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেয়।