বিশ্বজুড়ে প্রতিবাদের ডাক জেলেনস্কির

বিশ্বজুড়ে প্রতিবাদের ডাক জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বিশ্বজুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি সবাইকে রাস্তায় এসে রাশিয়া বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর এই প্রথম ইংরেজিতে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধ কেবল ইউক্রেনের মানুষের বিপক্ষে নয়। এটা গোটা বিশ্বের স্বাধীনতার বিপক্ষে। বিশ্বের রাশিয়ার এই নির্মমতা থামানো দরকার। 

তিনি বলেন, ‘আপনার অফিস থেকে আসুন, বাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে আসুন। আসুন শান্তির জন্যে।

ইউক্রেনের প্রতীক হাতে ইউক্রেনের সহায়তায় এগিয়ে আসুন। আমাদের জীবন ও স্বাধীনতার পক্ষে দাঁড়ান।’

সূত্র: বিবিসি