‘সেভ দ্য চিলড্রেন’ এ চাকরির সুযোগ

‘সেভ দ্য চিলড্রেন’ এ চাকরির সুযোগ

ফাইল ছবি

আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুই পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী ২৬ মার্চ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাডভাইজার-কমিউনিকেশনস

প্রজেক্ট: মামনি এমএনসিএসপি

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: ইংরেজি/ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস/ সাংবাদিকতা/ ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশন, অ্যাডভোকেসি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর গণমাধ্যমে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা থাকতে হবে। ইলেকট্রনিক মিডিয়া ও সংবাদপত্রে কাজ করা, জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের গুণাবলি ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

প্রজেক্ট: সাকসেসফুল রিটার্ন টু স্কুল (এসআরএস)

পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: শিক্ষা/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ সমাজবিজ্ঞান/ অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অন্তত ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছর প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা প্রকল্প, সেফ ব্যাক টু স্কুল প্রোগ্রাম ও চাইল্ড প্রটেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। রিপোর্ট রাইটিং, ডকুমেন্টেশন, কেস স্টাডি রাইটিং ও কমিউনিকেশনে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। ইন্টারনেট ও এমএস অফিসের কাজ জানতে হবে। 

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: সিলেট
যেভাবে আবেদন করতে হবে:

আগ্রহী প্রার্থীদের সেভ দ্য চিলড্রেনের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর Apply Online-এ ক্লিক করে কাভার লেটার, হালনাগাদ সিভি ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদন করতে হবে।