ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

ছবি: সংগৃহীত

ঠিক যখন মনে হচ্ছিল, ভারতের সার্বিক করোনা পরিসংখ্যান এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তখনই নতুন করে চিন্তা বাড়ানো শুরু করল দৈনিক মৃতের সংখ্যা। দিন কয়েক আগে যে সংখ্যাটা ৩৩-এ নেমে গিয়েছিল, সেটাই ফের বেড়ে পৌঁছে গেল দেড় শ’র আশপাশে।

গতকালই ভারতের বেশ কয়েকটি রাজ্য নিজেদের মৃতের সংখ্যার হিসাব সংশোধন করায় মৃতের পরিসংখ্যানে যোগ হয়েছিল ৪ হাজার ১০০ জন। এদিন অবশ্য মৃতের সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যাটা অনেকটা নেমে গেছে।

রোববার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম।

ভারতে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭ জন। আপাতত অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। সংক্রমণে কমলেও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার।

রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। ভারতে এখন পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৪ জনের।
সূত্র : সংবাদ প্রতিদিন